November 22, 2018

আবারো আড়াইহাজারে গণপিটুনিতে নিহত ১

393
রফিকুল ইসলাম রফিক,নারায়ণগঞ্জঃ   নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারো গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। সোমবার ভোর রাতে আড়াইহাজার-নরসিংদী সড়কের বাঘা নগর ব্রীজের পাশে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আড়াইহাজার-নরসিংদী সড়কের বাঘা নগর ব্রীজে ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে যানবাহনে ডাকাতি করছিল। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে। এসময় এক ডাকাতকে আটক করে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূষু অবস্থায় ওই ডাকাতকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts