November 17, 2018

আবারও আমেরিকায় বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ১৬

আমেরিকা

আমেরিকার নিউ অরলিন্সের একটি খেলার মাঠে রবিবার বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৬ জন আহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। প্রাথমিকভাবে জানা যায়, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। দুই দলের সংঘর্ষের ফলে গোলাগুলির ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় শহরের নাইন এভিনিউয়ের বানি ফ্রেন্ড খেলার মাঠে ৫০০ লোকের উপস্থিতিতে একটি মিউজিক ভিডিও তৈরির সময় গুলি চালানোর ঘটনা ঘটে। প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে দুইজন বন্দুকধারী গুলি বর্ষণ করে। এসময় কমপক্ষে ১৬ জন গুলিবিদ্ধ হন। তবে কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে কয়েকজনকে নিকটস্থ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেয়া হয় এবং বাকিদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
সূত্র: বিবিসি

Related posts