April 26, 2019

আফগানিস্তানে বিমান হামলাঃ নিহত ৪০

ইন্টারন্যাশনাল ডেস্কঃ  আফগানিস্তানে বিমান হামলায় কমপক্ষে ৪০ জঙ্গি নিহত হয়েছে। দেশটির পূর্বের প্রদেশ নাগরহারে এ ঘটনা ঘটেছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার পরিচালিত এ হামলাটি ছিল আফগান বিমানবাহিনীর সবচেয়ে বড় হামলা। ২০১৪ সালে ন্যাটো নেতৃত্বাধীন যৌথ বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর দেশটির বিমানবাহিনী সক্ষমতা অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। হামলায় সবগুলো পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে হতাহতের সঠিক সংখ্যার সত্যতা যাচাই করা মুশকিল।

বিমানবাহিনীর কর্মকর্তা খোগায়ানি বলেন, ‘ আমাদের গোয়েন্দাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আফগান বিমানবাহিনী এ হামলা পরিচালনা করেছে এবং হামলায় দায়েশের (ইসলামিক স্টেট) ৪০ সেনা নিহত হয়েছে।

তিনি জানান, জঙ্গিরা নাগরহারে জড়ো হয়েছিল একসঙ্গে হামলা চালানোর জন্য।

আফগান সেনাবাহিনীর জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, নাগরহারে যৌথ অভিযানে ৪২ জঙ্গি নিহত হয়েছে এবং তাদের একটি প্রশিক্ষণ শিবির ধ্বংস করা হয়েছে।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৫ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts