February 21, 2019

আনুশকার সাথে সম্পর্ক রক্ষায় মরিয়া বিরাট

178
স্পোর্টস ডেস্কঃ  ভারতের সবচেয়ে গভীর জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ভারতীয় গণমাধ্যমের দাবি অবশ্য, এরই মধ্যে তাদের সম্পর্ক চুকেবুকে গেছে। মানে, ‘ব্রেকআপ’ হয়ে গেছে আর কি!

তবে, এখানেই শেষ নয়। কিন্তু ঘটনার মোড় ঘুরে গেল গত মঙ্গলবারেই। এবার জানা গেলো বিরাট তার প্রেমিকা আনুশকাকে ফেরাতে রীতিমত ময়দানে নেমে পড়েছেন। বলিউড তারকা আনুশকার সাথে সম্পর্ক রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেট দলের এই অধিনায়ক।

বলিউডলাইফ নামে একটি ভারতীয় অনলাইন গণমাধ্যমের কাছে এক বিশ্বস্ত সূত্র বলেছে, ‘বেশ কিছু কারণে বিরাট ও আনুশকার সম্পর্ক ভেঙ্গেছে। অনেকদিন ধরেই তারা নানাকম সমস্যায় ভুগছিলেন। বিরাট চূড়ান্ত সিদ্ধান্তে নিতে চাইলেও আনুশকা বিয়ের জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছেন।’

তবে তারা দুজনেই নিজেদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু বিয়ের ব্যাপারে এক সিদ্ধান্তে আসতে পারছেন না। গণমাধ্যমটি জানিয়েছে বিরাট তার প্রেমিকাকে ফেরানোর সকল চেষ্টা করছেন। কিন্তু আনুশকা তার কাজ নিয়ে ব্যস্ত থাকায় এ ব্যাপারে কথা বলতে চাইছেন না।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts