February 21, 2019

আধুনিক শৈলী ও দৃষ্টিনন্দন ফটক হচ্ছে রুয়েটে

প্রতিষ্ঠার প্রায় ৫২ বছর পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণ করা হচ্ছে আধুনিক শৈলী ও দৃষ্টিনন্দন প্রধান ফটক।

শনিবার সকালে রুয়েটের প্রধান ফটকের নির্মাণ কাজের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল আলম বেগ।

রুয়েটের অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এ প্রধান ফটক নির্মাণে ব্যয় হবে ৫১ লাখ ৬৯ হাজার টাকা। চলতি বছরের ৩০ জুনের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে। প্রধান ফটকের নক্শা ও ডিজাইন করেছেন রুয়েটের আর্কিটেকচার বিভাগের শিক্ষকরা।

রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল আলম বেগ বলেন, ‘দেশের উত্তরাঞ্চলে প্রকৌশল শিক্ষার একমাত্র সর্বোচ্চ বিদ্যাপীঠ হচ্ছে রুয়েট। অথচ দীর্ঘ ৫২ বছর এর প্রধান ফটক অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল। নতুন শৈলী ও দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মিত হওয়ার পর ঐহিত্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মোশাররাফ হোসেন, প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ইকবাল মতিন, যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. নিরেন্দ্রনাথ মুস্তাফী, ইলেকট্রনিক অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রফিকুল ইসলাম শেখসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/মেহেদি/ডেরি

Related posts