February 21, 2019

আদালতকে নেইমারের চ্যালেঞ্জ!

662
স্পোর্টস ডেস্কঃ   বার্সেলোনার জার্সি গায়ে দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন নেইমার। করে চলেছেন একের পর এক গোল। কিন্তু মাঠের বাইরে আদালতের কড়া ট্যাকল সামলাতে হিমশিম খেতে হচ্ছে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ডকে। সান্তোস থেকে বার্সেলোনায় আসার সময় আর্থিক কারচুপির মামলায় তো আগে থেকেই ফেঁসে ছিলেন। সম্প্রতি নিজের দেশ ব্রাজিলে কর ফাঁকি-সংক্রান্ত মামলায় হেরে গিয়ে এক লাখের বেশি ডলার জরিমানা গুনতে হচ্ছে নেইমারকে। তবে এ সময়ের অন্যতম সেরা ফুটবলারও চুপচাপ বসে থাকছেন না। পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে অভিযোগ প্রমাণ করতে বলেছেন ব্রাজিলের আদালতকে।

২০১২ সালে নেইমারের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিলেন ব্রাজিলের আয়কর কর্মকর্তারা। ২০০৭ থেকে ২০০৮ সালের মধ্যে নেইমার কর ফাঁকি দিয়েছিলেন বলে অভিযোগ তাঁদের। আর এই মামলার আপিলে হেরে যাওয়ায় নেইমারকে গুনতে হচ্ছে এক লাখ ১২ হাজার ডলার। তবে এর পরও নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন নেইমার। ব্রাজিলের গ্লোবো টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি নিজেকে নিয়ে খুশি। আমরা এটা লুকিয়েছি, ওটা লুকিয়েছি—এ জাতীয় উল্টাপাল্টা কথা বলার আগে তাদের উচিত সেগুলো প্রমাণ করা।’

কর ফাঁকির এ মামলায় নেইমারের সঙ্গে জড়িয়ে আছে তাঁর বাবার নামও। বাবার সমর্থনে নেইমার বলেছেন, ‘আমি যেন শুধু ফুটবলেই মনোযোগ দিতে পারি, সে জন্য প্রয়োজনীয় সবকিছু আমার বাবা করছেন। তিনি অনেক বিষয় দেখাশোনা করেন। কিন্তু যখন দেখা যায়, আপনি যাঁকে অনেক ভালোবাসেন, সেই মানুষটা কষ্ট পাচ্ছে, তখন খারাপ লাগে।’

এদিকে, স্পেনের আদালতেও মামলা চলছে নেইমারের বিরুদ্ধে। ২০১৩ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় আর্থিক কারচুপির অভিযোগ আনা হয়েছে বার্সেলোনার সাবেক ও বর্তমান সভাপতি, নেইমারের বাবা ও সান্তোসের দুই পরিচালকের বিরুদ্ধে।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts