March 20, 2019

বিশ্বনাথের বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

received_742942569419872বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ৪নং রামপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড গ্রামবাসীর মুর্দেগানদের ও হযরত আল্লামা ফুলতলী ছায়েব ক্বিবলাহ (রঃ) ঈসালে সাওয়াব উপলক্ষে ‘আদর্শ যুব সংঘ’ বিশ্বনাথের উদ্যেগে ১০তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়। গতকাল ৯ জানুয়ারী রোজ বুধবার পুরানগাওঁস্থ (গাছতলা সংলগ্ন মাঠে অনুষ্টিত হয় এ ওয়াজ মাহফিল। 

পুরানগাওঁ বায়তুল মামুর জামে মসজিদের মোতাওয়াল্লি আলহাজ্ব হযরত মাওঃ আব্দুল করিম ও সংগঠনের আহবায়ক, ইউপি সদস্য শামীম আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিত ক্বারী আখতার হোসেনের পরিচালানায়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে বয়ান পেশ করেন, বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ মুনাঈম, অধ্যক্ষ জালালপুর কামিল (এম.এ) মাদ্রাসা। প্রধান বক্তার বয়ার রাখেন হযরত মাওঃ সিরাজুল ইসলাম ফারুকী সাহেব উপাধ্যক্ষ বুরাইয়া কামিল (এম.এ) মাদ্রাসা।

বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন মাওলানা মীর মোহাম্মদ শফিকুল ইসলাম আরবী প্রভাষক মুকিমপুর রাশিদীয়া সিনিয়র মাদ্রাসা (হবিগঞ্জ)। মাওঃ নুরুল ইসলাম সাদ, মাওঃ ফারুক আহমদ, মাওঃ হাফিজ আব্দুল আহাদ, হাফিজ ইসলাম উদ্দিনসহ দেশ-বরণ্য উলামায়ে কেরাম। উক্ত মাহফিলে বিশেষ আকর্ষণ, ইসলামী সংগীত পরিবেশন করেন ক্বারী সৈয়দ মিজানুর রহমান ফরহাদ। উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি লক্ষ করা গেছে। এ সময় উপস্থিত ছিলেন “আদর্শ যুব সংঘ’ বিশ্বনাথের প্রতিষ্টাতা সদস্য বদরুল ইসলাম মহসিন, উপদেষ্টা সদস্য মুতলিব আলী, রফিক আলী, আশ্রব আলী,

Related posts