February 20, 2019

আত্রাইয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

একেএম কামাল উদ্দিন
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল সোমবার উপজেলার সর্বস্তরের আলেম উলামা, কওমী মাদ্রাসা ও মসজিদের ইমামদের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন চলাকালীন সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পালশা মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল ইসলাম, শাহাগোলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মতিউর রহমান, নওদুলী মাদ্রাসার মুহতামিম মাওলানা আশরাফুল ইসলাম, আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজাহিদ খান, মহাদিঘী মাদ্রাসার মুহতামিম মাওলানা জালাল উদ্দীন, ঝনঝনিয়া মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস আলী প্রমুখ।

বক্তাগণ বলেন, জঙ্গিবাদের সাথে ইসলামের যে কোন সম্পর্ক নেই তা এ দেশের হক্কানি আলেম সমাজ অতিতেও বলেছেন, এখনও বলছেন, ভবিষ্যতেও বলবেন। ইসলাম শান্তির ধর্ম, যারা মানুষ হত্যা করে এ শান্তিকে বিনষ্ট করছে তারা ইসলামের শত্রু।

Related posts