March 22, 2019

আজ সোহরাওয়ার্দীতে খালেদার সমাবেশ

ঢাকাঃ  মে দিবস উপলক্ষে আজ রবিবার বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে ২৪টি শর্তে পুলিশ সমাবেশের অনুমতি দিয়েছে। সন্ধ্যার আগেই এই সমাবেশ শেষ করতে হবে। সমাবেশে ব্যাপক লোক সমাগম করতে চায় বিএনপি। ইতোমধ্যে দলটির ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস ঘোষণা দিয়েছেন, এই সমাবেশ হবে স্মরণকালের বৃহত্তম।

গতকাল শনিবার সমাবেশের মঞ্চ প্রস্তুতির কাজ দেখতে যান বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল্লাহ আল নোমান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

এক বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ শ্রমজীবীদের যথাসময়ে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন ডেরি/১ মে ২০১৬

Related posts