March 27, 2019

আজকের শিক্ষার্থীরাই একদিন দেশ পরিচালনা করবে -রমেশ চন্দ্র সেন

received_1889384607798225

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, বাংলাদেশে শিক্ষার মানোন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার নিরলস ভাবে কাজ করছে। কারণ আজকের নতুন প্রজন্ম মানে আজকের শিক্ষার্থীরাই একদিন বাংলাদেশ পরিচালনা করবে। তাই প্রত্যেক ছেলে-মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে ভুল্লী ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।

সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, বছরের ১লা জানুয়ারি প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হচ্ছে; যা বিশ্বের কোন দেশেই হয়না। আর এটা বাংলাদেশে প্রচলিত করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে শিক্ষার মানোন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার শুধু শিক্ষা খাতে উন্নয়ন করেনি, পাশাপাশি প্রত্যেকটি খাতে ব্যাপক উন্নয়ন করেছে। যার কারণে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ।

রমেশ সেন বলেন, আগামী ২৯ মার্চ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাকুরগাঁওয়ে আসবেন। তিনি বড়মাঠে বিশাল জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে সফর মানে এ জেলার চিত্রটাই পরিবর্তন হয়ে যাবে। তাই প্রধানমন্ত্রী জনসভা সফল করার জন্য দলীয় নেতাকর্মী সহ সকলকে উপস্থিত থাকার জন্য তিনি আহ্বান জানান।

ভুল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী।

এছাড়াও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দীন, জেলা পরিষদ সদস্য মো: রওশুনুল হক তুষার, বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর এ আলম ছিদ্দিকী প্রমুখ।

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Related posts