February 19, 2019

আগস্টেই ভারত যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল

স্পোর্টস ডেস্কঃ  এ বছরেই ভারত সফরে যাবে বাংলাদেশ দল এটা আগে থেকেই নিশ্চিত; কিন্তু ঠিক কোন সময়ে ভারত যাবে এটা নিয়ে নানা কথা শোনা গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিবিসি বাংলাকে জানিয়েছে, এ বছরের আগস্ট মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ।

২০০০ সালে টেস্ট অভিষেকের পর এখনও পর্যন্ত ভারতে টেস্ট খেলতে যেতে পারেনি বাংলাদেশ। এছাড়া দ্বিপাক্ষিক কোন সিরিজের জন্যও বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি ভারত। সেই অপূর্ণতা ঘোচাতেই বিসিবি কর্তৃক ভারতের মাটিতে টেস্ট খেলার প্রস্তাব দিলে বিসিসিআইও ভারতও সায় দেয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক জালাল ইউনুস জানালেন, এ বছরের আগস্টেই ভারত সফর করবে বাংলাদেশ; কিন্তু আবহাওয়ার কারণে ম্যাচটি কোন মাঠে হবে সেটা এখনও নিশ্চিত করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। ইডেনে খেলার ইচ্ছা থাকলেও আগস্টে সেখানে বৃষ্টির আশংকা থাকায় অন্য কোন ভেন্যুতে টেস্ট খেলতে চায় বাংলাদেশ। ‘আগস্ট মাসে আবহাওয়া কেমন থাকে তার ওপর নির্ভর করবে কোন শহরে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।’

টেস্টের সাথে অন্য কোন ফরমেটের ম্যাচ হবে কিনা এ ব্যপারে কোন সিদ্ধান্ত জানায়নি ভারতীয় বোর্ড। বিসিবি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিলে সেটি ভেবে দেখার কথাও জানায় ভারতীয় বোর্ড।

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১৩ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts