রাশিয়ার দীর্ঘপাল্লার যুদ্ধবিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে তুরস্ক এবং ইউরোপের দেশগুলো। এর ফলে রাশিয়ার পাইলটরা সিরিয়ার উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের বিরুদ্ধে হামলার জন্য ভিন্ন রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।
রাশিয়ার সামরিক বাহিনীর ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আনাতোলি কোনোভালোভ এ কথা জানিয়েছেন। তিনি রুশ সংবাদ সংস্থা স্পুৎনিককে জানান, ইউরোপের আকাশ এড়িয়ে সিরিয়ায় হামলার জন্য রাশিয়ার দূরপাল্লার সামরিক বিমানগুলো উত্তরাঞ্চলীয় ওলেনেগোরস্ক বিমান ঘাঁটি ব্যবহার করতে বাধ্য হচ্ছে।
জেনারেল কোনোভালোভ জানান, এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও রাশিয়ার দূরপাল্লার বিমানগুলো তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।
গত ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়ার সামরিক বাহিনী সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবস্থানে হামলা চালিয়ে যাচ্ছে। এর আগে সিরিয়ার সরকার আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে সামরিক সহযোগিতা চেয়েছিল।
দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম /মেহেদি/ডেরি