November 21, 2018

আইফোনকে টেক্কা দিতে আসছে হুয়াওয়ে মেট টেন

Captureপ্রযুক্তি ডেস্ক::

শিগগিরই বাজারে আসছে হুয়াওয়ের নতুন আকর্ষণীয় ফোন মেট টেন। হুয়াওয়ে দাবি করছে, তাদের নতুন এই ফোনটি অ্যাপলের আপকামিং ফোন আইফোন ৮ কে টেক্কা দেবে।

ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ বলেন, ‘হুয়াওয়ের মেট টেন হবে গুণে মানে অনন্য। এই ফোনটি অ্যাপলের আইফোন ৮ কে টেক্কা দিতে সক্ষম।’

হুয়াওয়ের মেট টেন ফোনের পুরোটা জুড়েই থাকবে ডিসপ্লে। এতে ৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন। ফোনটিতে কোয়াডকোর প্রসেসর থাকছে।

ফোনটিতে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। ৪ জিবি র‌্যাম সমৃদ্ধ ফোনটিতে ৬৪ জিবি রম থাকছে। এর ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে।

Related posts