February 22, 2019

‘আইনস্টাইন তত্ত্ব’কে ভুল প্রমাণ করলেন ধোনি!

378
শ্রীলঙ্কাকে উড়িয়েই নিজেদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। তবে এই সিরিজ জয়ের চেয়ে বেশি আলোচনায় ধোনির অনবদ্য স্ট্যাম্পিং। আলোর থেকে গতিতে নাকি দ্রুত ধোনি স্ট্যাম্পিং করে। এটা শুধু ধোনির সমর্থকদের মন্তব্য নয়, স্যার রবীন্দ্র জাদেজা তো আরও এক ধাপ এগিয়ে বলেন, আইনস্টাইনের তত্ত্ব ভুল। আলোর থেকে ধোনির স্ট্যাম্পিং আরও দ্রুত।

বর্তমানে ধোনির সময়টা খুব ভালো যাচ্ছেনা। সমালোচকরা ধোনির ব্যাটিং ফর্ম, ফিটটনেস নিয়ে প্রতিদিনই উঠতে বসতে সমালোচনা করছেন। কিন্তু তারাও মানতে বাধ্য হচ্ছেন, শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনির স্ট্যাম্পিং সত্যিই অসাধারণ ছিল।

এদিকে স্ট্যাম্পিং নিয়ে ইতিমধ্যেই রেকর্ড করে বসে আছেন মহেন্দ্র সিং ধোনি। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১৪২ টি স্ট্যাম্প আউট করেছেন। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ০.১ সেকেন্ডে আউট করে রেকর্ড করেন ক্যাপ্টেন কুল। ঠিক তেমনই গত শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে রবীচন্দ্রন অশ্বিনের বলে তিলাকরত্নে দিলশানকে স্ট্যাম্প করেন। চান্ডিমালও একই কায়দায় ধোনির গ্লাভসে ধরা দেয়।

দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts