February 19, 2019

আইএসে যোগদিল ইসরাইলি সৈন্য

আইএস

ইসরাইলের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে এক মুসলিম ইসরাইলি সেনা সদস্য সিরিয়ায় আইএস জঙ্গিগোষ্ঠীর সাথে যুক্ত হয়েছেন।

বার্তা সংস্থাটি জানায়, ‘ প্রথমবারের মতো ইসরাইলি সেনাবাহিনীর কোনো সদস্য আইএসের সাথে যুক্ত হলো’।

তারা জানায়, সৈন্যটি মুসলিম এবং গতবছর তুরস্ক দিয়ে সিরিয়ায় প্রবেশ করেছে। সেনাবাহিনী সৈন্যটিকে এখনো সনাক্ত করতে না পারলেও ইসরাইলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি শহরের মুসলিম গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে।

বার্তা সংস্থাটি জানায়, কমপক্ষে ৩৫ জন ইসরাইলি মুসলিম পালিয়ে আইএসে যোগ দিয়েছে।

ইসরাইলি মুসলিমরা মূলত আটকে পড়া ফিলিস্তিনিদের বংশধর। ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পরও যারা নিজ ভূখন্ড ত্যাগ করতে রাজি হননি তাদেরকে বলা হয় ইসরাইলি আরব। ইসরাইলের মোট জনসংখ্যার প্রায় ১৭% আরব মুসলিম।

সূত্র: রয়টার্স

Related posts