February 18, 2019

আইএসের প্রকাশ্যে নৃশংসতা, ১০ তলা ভবন থেকে ফেলে হত্যা!

ইন্টারন্যাশনাল ডেস্কঃ সমকামিতার অভিযোগে এক তরুণকে একটি বহুতল ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করলো আইএস জঙ্গিরা। এর আগেও প্রকাশ্যে আইএসের নৃশংসতার অনেক ভিডিও দেখা গেছে ইন্টারনেটে। সর্বশেষ এই নৃশংসতাটি হয় ইরাকে আইএসের ঘাঁটি হিসেবে পরিচিত মসুলে নগরীতে। খবর ডেইলি মেইলের।

অনলাইনে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, আইএস যোদ্ধাদের একজন মাইক্রোফোনে একজন তরুণ সম্পর্কে বর্ণনা করছেন। তার আশেপাশে এই সময় শিশু, কিশোরসহ নানা বয়সী লোকের ভিড় ছিল।

আইএস যোদ্ধাকে বলতে শোনা যায়, ওই তরুণ সমকামিতার কারণে অপরাধী। তাকে শরীয়া আইন অনুযায়ী এখন হত্যা করা হবে।

তারপর ক্যামেরা মুখ ঘুরিয়ে একটি ১০তলা একটি ভবনের ছাদের উপরের দিকে তাক করা হয়। তখন ছাদের কিনারায় কয়েকজন আইএস যোদ্ধা ওই তরুণকে শক্ত করে ধরে রাখছিল। তারপর হঠাৎ করেই আইএস জঙ্গিদের একজন ওই তরুণকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই ওই তরুণ মারা যায়। উপস্থিত শিশুসহ সবাইকে এই দৃশ্যটি দেখতে বাধ্য করা হয়!

Related posts