February 18, 2019

আইএসের নতুন আহ্বান

215439_1অনলাইন ডেস্ক: পবিত্র রমজানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ বিশ্বে অবিশ্বাসীদের ওপর হামলা চালানোর আহ্বান জানিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। নতুন একটি অডিও বার্তায় এ আহ্বান জানানো হয়। এ খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা আইএএনএস। এতে বলা হয়, টুইটারে যে একাউন্ট ব্যবহার করে সাধারণত আইএস তার পোস্ট দিয়ে থাকে সেখানেই ৩১ মিনিটের অডিও ক্লিপটি পোস্ট করা হয়েছে। তবে এ ভিডিওটির যথার্থতা নিশ্চিত হওয়া যায় নি। আরটি অনলাইনের মতে, ওই অডিওতে বিশ্বের যেখানেই অবিশ্বাসী আছে সেখানেই হামলা চালানোর জন্য এ সংগঠনের অনুসারীদের প্রস্তুত থাকতে বরা হয়। বলা হয়েছে, জুন মাসেই এই হামলা চালাতে হবে। এ সময়টি হচ্ছে মুসলিমদের কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস, রমজান। সন্ত্রাসী এ সংগঠনটি তার অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সামরিক ও বেসামরিক টার্গেটে হামলা চালাতে। এ অডিওটির বক্তা আবু মুহাম্মদ আল আদনানি। তিনি অবিশ্বাসীদের ওপর হামলা চালানোর আহ্বান জানালেও তার বক্তব্যে মিশরে গত বৃহস্পতিবার বিধ্বস্ত বিমানের প্রসঙ্গ নেই। অডিও বার্তায় বলা হয়েছে, ইরাক ও সিরিয়ায় আইএসের ওপর মার্কিন নেতৃত্বাধীন হামলার প্রতিশোধ হবে তাদের হামলা। গত বছরে আইএস ফ্রান্স ও বেলজিয়ামে হামলার দায় স্বীকার করে। ওই হামলায় কয়েকশ’ মানুষ মারা যান।

Related posts