March 23, 2019

আইএস’র জালে কলকাতা

গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স

কলকাতা ডেস্কঃ   ১৪ নভেম্বর কলকাতা থেকে গ্রেফতার হওয়া পাক গুপ্তচর সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স-আই এস আই এজেন্ট আখতার খানকে জেরা করে ইসলামিক ষ্টেটের আইএস এর সঙ্গে কলকাতার যোগাযোগ সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছেন গোয়েন্দারা।

জেরায় আখতার খান জানিয়েছেন কলকাতা ও শহরতলি থেকে আইএসআই এর প্রশিক্ষণ নিতে যে কজন যুবককে সে পাকিস্তানে পাঠিয়েছিল তার মধ্যে চার-পাঁচ জন কাজের সন্ধানে সেখান থেকে আবার পাড়ি দিয়েছে ইরাক-সিরিয়ায়। এদিকে কলকাতার সঙ্গে আইএস সংগঠনের এই যোগাযোগ সম্পর্কে জানার সঙ্গেই আখতার খান’কে জেরা করে আইএস আই মডিউল নিয়ে বিশদ তথ্যও পেয়েছেন গোয়েন্দারা।

আর সেই সূত্রেই কলকাতার কলিন্স লেন থেকে আখতার খানের ভাই জাফর খান’কে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ শাখা। জাফরের কাছ থেকে মিলেছে পাকিস্তানের পাসর্পোট, হাবিব ব্যাংকের এটিএম কার্ডসহ নানা তথ্য। আখতার খান করাচিতে থাকা কালীন সেখানে গিয়ে থাকত জাফর খান।

গোয়েন্দারা জানাচ্ছেন আইএসআই এর কলকাতা কেন্দ্রিক মডিউলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত জাফর খান।
সূত্র: ভোয়া
দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/রিপন/ডেরি

Related posts