February 21, 2019

আইএস’র উত্থানে সৌদি বাদশাহ আসাদকে দায়ী করলেন

ইরাক ও সিরিয়াভিত্তিক কট্টর ইসলামপন্থী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃত ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের জন্য সিরীয় রাষ্ট্রপ্রধান বাশার আল-আসাদকে দায়ী করেছেন বাদশাহ সালমান। আইএস’র উত্থানে আসাদ সরকারের পৃষ্ঠপোষকতার অভিযোগ করে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ অবসানের জন্য মধ্যপন্থী বাহিনীগুলোর সঙ্গে রাজনৈতিক সমঝোতার জন্যেও আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ।

বুধবার সৌদি শূরা পরিষদের বার্ষিক সভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, সমঝোতার মাধ্যমে ‘মধ্যপন্থী বাহিনীগুলোর সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে সিরীয়দের ঐক্য এবং বিদেশী বাহিনী ও সন্ত্রাসী সংগঠনগুলোর সিরিয়া ত্যাগ নিশ্চিত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘সিরিয়ায় এই সংগঠনগুলো সমৃদ্ধি লাভ করতে পারতো না যদি না সিরীয় প্রশাসনের নীতি এমন হতো, যার কারণে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন… অসংখ্য মানুষ আশ্রয়হীন হয়েছেন… সিরিয়ায় সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আহ্বান জানাচ্ছে সৌদি আরব।’

প্রসঙ্গত, সিরিয়ায় প্রায় পাঁচ বছর ধরে চলমান গৃহযুদ্ধে পাঁচ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটিতে অস্থিতিশীলতার সুযোগে বড় অংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আইএস। এসব সংকটের জন্য আসাদ সরকারকেই দায়ী মনে করে পশ্চিমা বিশ্ব ও মিত্র দেশগুলো।

দি গ্লোবাল নিউজ ২৪ ডট কম/মেহেদি/ডেরি

Related posts