মহসিন মিলন,বেনাপোল পতিনিধিঃ বেনাপোল পুটখালি সীমান্ত থেকে একটি পিস্তল ও ২রাউন্ড গুলিসহ কামাল হোসেন (২৫)ও করিম আলী (৩০) নামে দুই অস্ত্র ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ।
বোনপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, গতশুক্রবার রাতে বেনাপোল পুটখালি সীমান্ত এলাকা থেকে রাত ১০ টায় আটক করা হয় পুটখালি গ্রামের রওশন আলীর ছেলে কামাল হোসেন ও সিদ্দিক আলীর ছেলে আব্দুল করিমকে।
তাদের কাছ থেকে একটি ভারতীয় পিস্তল ও ২রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা পুলিশকে জানায়, তারা ধীর্ঘদিন ধরে ভারত থেকে বিভিন্ন ধরনের অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে অস্ত্র মাদক ও চোরাচালানীর অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
দি গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি