September 25, 2018

‘অলৌকিক’ দৃশ্য; নিঃশ্বাস নিচ্ছে পৃথিবী!

The Earth Braving

ইন্টারন্যাশনাল ডেস্ক: ‘অলৌকিক’ দৃশ্য; নিঃশ্বাস নিচ্ছে পৃথিবী! সত্যি কি নিঃশ্বাস নিচ্ছে? নাকি মাটির নিচে গভীর ঘুমে আচ্ছন্ন কোন দৈত্য? নাকি ভূমিকম্প? এত প্রশ্নের একটাই কারণ। তা হল, এই ভাইরাল ভিডিওটির এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে কানাডার নোভা স্কোটিয়ার অ্যাপেল নদী তীরবর্তী বিস্তৃর্ণ বনাঞ্চলের মাটি একবার উপরদিকে উঠছে আবার নিচে নামছে। যেভাবে একটি মানুষ ঘুমানোর সময় নিঃশ্বাস নিলে শরীর উথাল-পাতাল করে।

ঠিক সেই রকমই দৃশ্য। এ ধরণের ‘অলৌকিক’ দৃশ্যে ক্যামেরা বন্দি করলেন ব্রায়ান নুত্তাল। ফেসবুকে এটি পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে ওঠে।

গ্লোবাল নিউজ ২৪ ডটকম/রিপন/ডেরি

Related posts