November 14, 2018

অযোধ্যা বিতর্ক মীমাংসায় বৈঠকে হিন্দু-মুসলিম নেতারা

দিল্লিঃ  অযোধ্যা বিতর্কের শান্তিপূর্ণ মীমাংসার লক্ষ্যে আপস, রফাসূত্র খুঁজতে বৈঠকে বসলেন হিন্দু ও মুসলিম নেতারা। গতকালই বাবরি ইস্যুর সবচেয়ে প্রবীণ জীবিত মামলাকারী হাসিম আনসারির সঙ্গে কথা হয় সারা ভারত আখড়া পরিষদের নবনির্বাচিত সভাপতি মহন্ত নরেন্দ্র গিরির।

সঙ্গে ছিলেন অন্যান্য মহন্ত, সাধুরাও। প্রায় আধ ঘণ্টার বৈঠকের পর দু’পক্ষেরই বক্তব্য, বিবাদ, বিরোধের শান্তিপূর্ণ সমাধানই কাম্য।

গিরি বলেন, আলাপ-আলোচনার পথে এই বিবাদের রফাসূত্র খুঁজে বের করতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি। শান্তিপূর্ণ সমাধান সূত্র চাই এবং তা দুটি সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্যও হতে হবে। একইসঙ্গে আমরা এও চাই, সুপ্রিম কোর্টে এই মামলার যাতে প্রতিদিন শুনানি হয়।

পাশাপাশি আনসারি বলেন, আমরা সবসময়ই আলোচনায় রাজি। দুটি সম্প্রদায়ই যাতে খুশি হয়, এমন শান্তিপূর্ণ সমাধানসূত্রই খুঁজে বের করতে হবে আমাদের।

সূত্র: এবিপি আনন্দ

Related posts