February 20, 2019

অবিশ্বাস্য হলেও সত্য, একই বোঁটায় ৩১ লাউ!

কুড়িগ্রামঃ   অবিশ্বাস্য হলেও সত্য, একই বোঁটায় ৩১টি লাউ ধরেছে একটি গাছে! ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ীতে।

ওই গাছের মালিক উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় হিন্দুটারী গ্রামের নুর মোহাম্মদ আলী। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর দেখার জন্য ভিড় করছেন ওই বাড়িতে।

নুর মোহাম্মদ সমকালকে বলেন, ‘ঘরের চালের ওপর ছড়ানো অন্যান্য শাখায় লাউ ধরেছে স্বাভাবিক নিয়মে। কিন্তু একটি লাউয়ের কাণ্ড রান্না ঘরের চালে উঠে যায়। ৩ ফুট ওপরে কাণ্ড থেকে বের হওয়া শাখার একটি বোঁটার মধ্যে অসংখ্য লাউয়ের কলি (ফুল) ধরে। ফুলের সংখ্যা বেশি হলেও এক বোঁটায় থোকা আকারে ৩১টি লাউ ধরেছে।’

তিনি আরও বলেন, ‘আকারে ছোট-বড় থাকলেও একটি লাউও ঝরে পড়েনি। কোনোটিই যেন ঝরে না পড়ে সেজন্য গাছের নিয়মিত পরিচর্যা করা হচ্ছে।’

একই পাড়ার স্কুলপড়ুয়া মালতি রানী ও ছালমা খাতুন এ দৃশ্য দেখে অভিভূত। তারা সমকালকে বলেন, ‘অদ্ভুত এ দৃশ্যটি আমাদের জীবনে প্রথম চোখে পড়ল। একই বোঁটায় যে গোলাপের পাপড়িরমত থোকায় থোকায় লাউ ধরতে পাড়ে এটা অবিশ্বাস্য!’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, নির্বাচনের (ইউনিয়ন পরিষদ) দায়িত্বে ব্যস্ত থাকায় এখনও তিনি ঘটনাস্থলে যেতে পারেননি।

তিনি আরও বলেন, ‘অনিয়মিত পরাগায়নের কারণে এ রকমটি হতে পারে। যদি শেষ পর্যন্ত লাউগুলো টিকে থাকে তাহলে বিজ্ঞানীরা লাউয়ের উৎপাদন নিয়ে গবেষণা চালাতে পারেন।’

দ্যা গ্লোবাল নিউজ ২৪ ডটকম/১০ এপ্রিল ২০১৬/রিপন ডেরি

Related posts