February 18, 2019

অবাক হবেন, বাবার কবরের ভেতর ঢুকে ছেলের আত্মহত্যা!

এবার অবাক হবেন, বাবার কবরের ভেতর ঢুকে ছেলের আত্মহত্যা!

আন্তর্জাতিক ডেস্ক : অপবাদ সহ্য করতে পারলেন না তিনি।  তাই বলে এমন কাণ্ড! শুনলে চমকে যাবেন, বাবার কবরের ভেতর ঢুকে আত্মহত্যা করেছেন তারই ছেলে।

নিজেকে শেষ করে দেয়ার জন্য কত লোক কত পথই না বেছে নেন।  কেউ গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন, কেউ আবার বিষ খেয়ে নিজেকে শেষ করেন। কেউ রেললাইনে কেটে ফেলেন হাতের শিরা বা গলা।

কষ্টের মৃত্যু যাদের পছন্দ নয় তারা আশ্রয় নেন ঘুমের ওষুধের।  যখন মনে হয় জীবনটার আর প্রয়োজন নেই তখন যা মাথায় আসে, মৃত্যুর জন্য সেই পথই বেছে নেন।  কিন্তু আত্মহত্যার এমন অদ্ভূত পদ্ধতি! মনে হয় না আগে কখনো শুনেছেন।

মিসরের বাসিন্দা ৪০ বছরের এক মধ্যবয়স্ক ব্যক্তি।  তার কাকা ডিভোর্স দিতে চান তার কাকিমাকে।  কারণ ওই ব্যক্তির নাকি তার কাকিমার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল।

কাকার এমন অভিযোগ মোটেও মেনে নিতে পারেননি তিনি।  তাই এমন অপবাদ মাথায় নিয়ে আর বাঁচতেও চাননি ভাতিজা।  বেছে নেন আত্মহত্যার পথ।

অবাক হবেন এবার, যদি শোনেন কীভাবে আত্মহত্যা করলেন ওই ব্যক্তি। দোকান থেকে বিষ কিনে এনে আগে সেই বিষ খান, এরপর দক্ষিণ মিসরে নিজের বাবার কবর খুলে সেই কবরের ভেতর ঢুকে কবর বন্ধ করে দেন।

পরে ওই ব্যক্তির খোঁজ করলে কবর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ।

 

Related posts