April 26, 2019

অবশেষে ডাচ রাষ্ট্রদূতের সেই ব্যাগ উদ্ধারঃ আটক ৪

ঢাবি প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনে গিয়ে চুরি যাওয়া নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগটি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন চার জনকে আটকও করা হয়েছে।

বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান।
তিনি জানান, বিকেল ৪টায় ডিএমপি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় ‘কাউন্টার ফটো’ নামের একটি আলোকচিত্র সংগঠন আয়োজিত প্রদর্শনী ‘ফ্রিডম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। সেখানেই তার হাতব্যাগটি চুরি হয়।

Related posts