March 25, 2019

অপপ্রচারের প্রতিবাদ বিজ্ঞপ্তি

গতকাল শনিবার রাত্র থেকে একটি মহল একটি কথিত ভিডিও সাংবাদিকদের কাছে দিয়ে মনগড়া বানোয়াট বিৃত্তিহীন কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে প্রচার করেছে যাহা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য মূলক উক্ত বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি উক্ত প্রচারের প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের এহেন মনগড়া কথায় কান নাদেওয়ার অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য এ এস আই মিঠুন ঝালকাঠি থানায়যোগদানের পর থেকেই একেরপর এক মাদক ব্যাবসায়ী ওসেবনকারী গ্রেফতার সহ অপরাধ দমনে নিরলস ভাবে কাজ করে যাচেছ। এতে মাদক ব্যাবসায়ী সহ একটি সিন্ডিকেট ইর্ষান্নিত হয়ে এ এস আই মিঠুনকে ফাঁসাতে মরিয়া হয়ে একেরপর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এরই অংশ হিসাবে উক্ত অপপ্রচারের কথিত ভিডিও। উক্ত অপ্রচারের তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Related posts