November 19, 2018

অদ্ভুত সুপ্ত বাসনা ফাঁস করলো বিতর্কিত সেই কিম!

April 2, 2016, বিনোদন ডেস্ক ।।
বিতর্কিত কাজের মাধ্যমে সব সময় আলোচনায় থাকাটা এক ধরনের অভ্যাসে পরিণত হয়েছে ব্রিটিশ টিভি তারকা ও মডেল কিম কার্দেশিয়ানের। সম্প্রতি নিজের ব্যাক্তিগত টুইটার একাউন্টে একটি ভিডিও আপলোড করেন এই তারকা।

ক্যামেরা এডিটিংয়ের মাধ্যমে নিজের চেহারাকে এলিয়েনদের মতো করে তুলে ধরেন তিনি। ভিডিওটিতে তার পাশেই শুয়ে থাকতে দেখা যায় তার স্বামী র্যাপ গায়ক কেনি ওয়েস্টকে।

এবং ভিডিওটির ক্যাপশনে কিম লিখেছেন ‘এলিয়নদের সাথে সেক্স করতে চাই’। এর আগে নিজেদের ব্যাক্তিগত সেক্স টেপ ইন্টারনেটে প্রকাশ করে বেশ হইচই ফেলে দিয়েছিলেন এই তারকা জুটি।

আবার এমন ভিডিও বার্তায় ভক্তরা ধরে নিয়েছেন হয়তো বা আরো একটি সেক্স টেপ পেতে যাচ্ছেন তারা।

Related posts